বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বপ্ন, সাহস আর কর্মে এগিয়ে আসুক কন্যা শিশু — মোরেলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য—
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।
বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও আত্মবিশ্বাসের বিকাশের মাধ্যমে সমাজে টেকসই উন্নয়ন সম্ভব। তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, কন্যা সন্তানের প্রতি ভালোবাসা, সমান সুযোগ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মধ্য দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। প্রতিপাদ্যের আলোকে কন্যা শিশুদের স্বপ্ন দেখার ও নেতৃত্বে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর