মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান(৩৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার বেলা ৮টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পিঙ্গড়িয়া নামক স্থানে দোলা পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয়রা জানান, আসাদুজ্জামান বাগেরহাট থেকে বিদ্যালয়ের উদ্দেশে যাবার পথে তার নিজের মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাড়ানো ছিলেন। ওই সময় মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী দোলা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৯০ নং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে(রং সাইডে) গিয়ে আসাদুজ্জামানকে চাপা দেয়।
দুর্ঘটনার পর বেলা ৯ টা থেকে দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মোরেলগঞ্জ থানার ওসি মতলুবর রহমান ও মোরেলগঞ্জ অস্থায়ী সেনাক্যাম্পের একটি টহল দল সেখানে রয়েছে। দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুস কুমার বলেন, নিহত শিক্ষক আসাদুজ্জামান এক বছর পূর্বে এনটিআরসি’র মাধ্যমে এ বিদ্যালয়ে গনিত বিভাগে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে। তার বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়।
এ বিষয়ে থানার বলেন, নিহত শিক্ষককের মরদেহ পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নিয়েছে তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। সড়ক থেকে শিক্ষার্থীদের সরানোসহ পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।