শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৫৭

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের হামলা চালানো বন্ধ করার আহ্বান জানানো সত্বেও গত শনিবার ভোর থেকে ইসরাইলি বোমা হামলায় সেখানে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। হামাস কর্তৃপক্ষের অধীনে থাকা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ ভোর থেকে চলমান ইসরাইলি বোমা হামলায় ৫৭ জন নিহত হয়েছে, যার মধ্যে কেবল গাজা সিটিতেই ৪০ জন নিহত হয়েছে। ’ গাজায় গণমাধ্যমের বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে নাগরিক প্রতিরক্ষা সংস্থা বা ইসরাইলি সেনাবাহিনী প্রদত্ত নিহতের সংখ্যা ও বিবরণ যাচাই করতে পারছে না। বাসাল বলেন, গাজা সিটির নিহতদের মধ্যে ১৮ জন নগরীর আল-তুফা পাড়ায় আব্দুল আল পরিবারের বাড়িতে ইসরাইলি হামলায় নিহত হয়েছে। গাজার প্রধান হাসপাতাল আল-শিফার প্রধান মোহাম্মদ আবু সালমিয়া এর আগে এএফপিকে জানান ভোর থেকে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে, যার মধ্যে গাজা সিটি’র কয়েক ডজন মানুষ রয়েছে। গাজা সিটির আল-রিমাল পাড়ার বাসিন্দা ৩৯ বছর বয়সী মাহমুদ আল-গাজি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করার জন্য ইসরাইলকে আহ্বান জানানোর পর থেকে, ইসরাইল প্রকৃতপক্ষে তাদের হামলা আরো বাড়িয়ে দিয়েছে। ’ তিনি বলেন, ‘আজ, ইসরাইল বেসামরিক নাগরিকে ভরা বেশ ক’টি বাড়িতে বোমাবর্ষণ করেছে। আব্দুল আল পরিবারের বাড়িতে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, বেসামরিক নাগরিকদের বাড়িতে সরাসরি মানুষকে লক্ষ্য করে বোমা ফেলেছে। ’ তিনি আরো বলেন, ‘এখন কে ইসরাইলকে থামাবে? এই গণহত্যা ও চলমান রক্তপাত বন্ধ করার জন্য আমাদের দ্রুত আলোচনা করা প্রয়োজন। ’ ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পের আহ্বানের পর গাজায় সেনাবাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে চলে গেছে। তবে, সেনাবাহিনী এএফপিকে তথ্যটি নিশ্চিত করেনি।


এই বিভাগের আরো খবর