বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

“আগামী নির্বাচনে সব দল যুক্ত হবে”—আশা গোয়েন লুইসের

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে “গুরুত্বপূর্ণ” আখ্যা দিয়ে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনকে (ইসি) কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ।

রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি, সব দল এই নির্বাচনে যুক্ত হবে।”

বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের অবস্থান ও কৌশল এখন দেশজুড়ে আলোচনায়। এর মধ্যেই জাতিসংঘের এই বার্তা রাজনৈতিক পরিসরে নতুন তাৎপর্য যোগ করেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির নির্বাচন, গণতন্ত্রের ভবিষ্যৎ, রোহিঙ্গা সংকট ও তাদের প্রত্যাবাসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনতে জাতিসংঘের প্রতিশ্রুতি ও ভূমিকা নিয়ে আলোচনা করেছি। গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠনই এখন জনগণের সবচেয়ে বড় চাহিদা।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসন ও তাদের মানবিক সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। জাতিসংঘ আশ্বাস দিয়েছে, যতদিন প্রত্যাবর্তন সম্ভব না হয়, ততদিন রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তাদের সমর্থন অব্যাহত থাকবে।”

বিএনপি নেতারা জানান, গোয়েন লুইসের মেয়াদ শেষ হয়ে আসছে এবং তিনি অন্য দেশে দায়িত্ব গ্রহণ করবেন। তার বিদায় উপলক্ষে এই বৈঠক আয়োজন করা হয়। রোহিঙ্গা সংকটকে “খুবই চ্যালেঞ্জিং” আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।

বিএনপির পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, তিনি কঠিন সময়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে সাহসী ভূমিকা রেখেছেন। জাতিসংঘের চার্টার অনুযায়ী নাগরিক অধিকার ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং জাতিসংঘ কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান।


এই বিভাগের আরো খবর