বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২৪ নির্বাচনে জামায়াতের কী ভূমিকা ছিলো—প্রশ্ন সালাউদ্দিনের

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার দুপুরে রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, ২০২৪ সালের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল, জাতি জানতে চায়।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচন বানচালের পক্ষে যে শক্তি কাজ করছে, তার পক্ষে জামায়াত।”

‘পিআর’সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা। তবে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা কাদের ইশতেহার গ্রহণ করবে’-উল্লেখ করেন তিনি।

যারা হীন রাজনীতি করতে চায়, দেশের স্বার্থে তাদের সঠিক পথে আসার আহ্বান জানান বিএনপির এ নেতা।

গাজা অভিমুখী নৌবহরে ইসরাইলের হামলার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বানও জানান সালাহউদ্দিন।


এই বিভাগের আরো খবর