বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ম যার যার, নিরাপত্তা সবার: মোরেলগঞ্জে পূজা মণ্ডপে কাজী মনির

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি॥ “ধর্ম যার যার, উৎসব তার তার”—এই শাশ্বত মূলমন্ত্রকে ধারণ করে দুর্গাপূজার মহোৎসবে সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি মোরেলগঞ্জ পৌরসভা, পঞ্চকরন ও তেলীগাতি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় ভক্ত-দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

ড. মনিরুজ্জামান মনির বলেন—

“ধর্মীয় স্বাধীনতা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। ধর্ম যার যার, উৎসব তার তার, তবে মানুষের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা রাষ্ট্র এবং রাজনৈতিক নেতৃত্বের প্রধান দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই, সবাই শান্তি ও আনন্দের মধ্য দিয়ে তাদের উৎসব উদযাপন করুক।”

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে তাঁর উপস্থিতি ভক্তদের মাঝে আশ্বাস ও অনুপ্রেরণার সঞ্চার করে।

এ সময় উপস্থিত ছিলেন থানা তাতী দলের সভাপতি মোঃ দুলাল শিকদার, থানা মৎস্য দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন রুমি, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জলিল হাওলাদার লাভলু, মুক্তিযুদ্ধ প্রজন্মদলের ওয়ার্ড সভাপতি মামুন শিকদার, নব্বই ছাত্রদল ফোরামের পৌর সভাপতি আব্দুল হাদী নাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
ড. মনির কাঠালতলা সর্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ ও দুর্গা মন্দিরসহ বলাইবুনিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দিরে গিয়েও শুভেচ্ছা জানান। উল্লেখযোগ্য, এর আগে তিনি শরণখোলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপেও আর্থিক সহায়তা প্রদান করেছিলেন।
এভাবে ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও নিরাপত্তার বার্তা ছড়িয়ে কাজী মনিরুজ্জামান মনির আবারও প্রমাণ করলেন,“ধর্ম যার যার, নিরাপত্তা সবার।”


এই বিভাগের আরো খবর