বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি জানিয়েছে, তারা সর্বমোট ১৫০ জন পর্যবেক্ষক মোতায়েন করবে। তবে সবাই একসঙ্গে আসবেন না, বরং নির্বাচনের তফসিল ঘোষণার পর ধাপে ধাপে তারা আসবেন এবং ভোটের দিনসহ বিভিন্ন পর্যায়ে উপস্থিত থাকবেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ইইউ একটি খসড়া সমঝোতা প্রস্তাব দিয়েছে। সেটি পর্যালোচনা করে ইসি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইইউর মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।

আখতার আহমেদ জানান, ইইউ পর্যবেক্ষক দল ভোটকেন্দ্রে প্রবেশ, গোপন কক্ষে প্রবেশাধিকার, ভোট গণনার সময় উপস্থিত থাকা, ফলাফল ঘোষণার প্রক্রিয়া ও তথ্য প্রকাশের নিয়ম সম্পর্কে জানতে চেয়েছে। তারা তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন পর্যায়ে প্রতিনিধি পাঠানো শুরু করবে এবং নির্বাচন পর্যন্ত দেশে অবস্থান করবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর রিকার্ডো সেলেরির নেতৃত্বে আট সদস্যের একটি ইইউ প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। পরে তারা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গেও বৈঠক করেন।

ইসি সচিব আরও বলেন, কেন এই ত্রিপক্ষীয় সমঝোতা প্রয়োজন—এমন প্রশ্নে তিনি জানান, এটি ইইউর নিজস্ব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের অংশ। তাই এই কাঠামোর মধ্য দিয়েই তারা কাজ করতে চায়।

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাখতে ইইউর এমন পদক্ষেপকে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে।


এই বিভাগের আরো খবর