সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দুরকানীতে এলজিইডি প্রকৌশলীকে লাঞ্চিত করার প্রতিবাদে অনির্দিষ্ট কালের কর্মবীরতি

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ইন্দুরকাী(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে স্থানীয় সরকার প্রকৌশলী লায়লা মিথনুকে  লাঞ্চিত করার প্রতিবাদে  অনির্দিষ্ট কর্মবিরতী চলছে। ২৫ মার্চ দুপুরে স্থানীয় সরকার প্রকৌশরীর নিজ দপ্তরে এই ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার পাড়ের হাট ইউপি চেয়ারম্যা ও ঠিকাদার কামরুজ্জামান শাওন তালুকদারের সাথে ঠিকাদারি কাজের মানের বিষয়ে কথাবলার এক পর্যায়ে ঠিকাদার শাওন তালুকদার উত্তেজিত হয়ে প্রকৌশলীলায়লা মিথুনকে লাঞ্চিত ও অসৌজন্য মুলক আচারন করেন এম কি দপ্তরের টেবিলের উপরে চর মারেণ।

তার প্রতিবাদে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগন উপজেলা পরিষদের সামনে কর্মবিরতি  চালিয়ে যাচ্ছেন এবং এই বিষয়ের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রকৌশলীর বরবাবরে লিখিত অভিযোগ পত্র দিযেছেন । তারা জানিয়েছেন এই ঘটনার সুষ্ঠ বিচার না পাওয়া পর্যন্ত বিরতিহীন ভাবে কর্মবিরতী চালিয়ে যাবেন।

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার কামরুজ্জামান শাওন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে উৎকোচ দাবি করায়  একটু কথা কাটাকাটি হয়েছে।

এই বিষয়ে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন ঠিকাদার শাাওন তালুকদার ডিজাইন মত কাজ না করায়  তাকে কাজ করতে নিষেধ করি কিক্তু তিনি নিশেধ  নামেনে কাজ চালিয়ে জান সেই কাজের জন্য কথা বললে সে ক্ষিপ্ত হয়ে এমন অসৌজন্য মুলক আচারন করেন। লায়লা মিথুন আরও বলেন এমনকি তার কাজের সাইডে অফিসের দায়িত্বরত কোন অফিসার গেলে তার সাথে খারাপ আচারণ করেন। আমরা এই ঘটনার দৃষ্টান্ত  মুলক বিচার দাবি করছি।


এই বিভাগের আরো খবর