বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-পালিত হয়েছে। রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্য্যলয়ে এক আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়।- উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম উন্নয়ন কর্মী শিল্পী আক্তার ,গোপীনাথ সাহা, নাদিরা আকরাম ও সংবাদ কর্মী আজাদুল হক প্রমুখ । আলোচনা সভায় তথ্য অধিকার আইনের গুরুত্ব ও বাস্তবায়ন বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন উদয়ন বাংলাদেশের অ্যাডভোকেসী অফিসার মেঘলা জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদয়ন বাংলাদেশের নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় উদয়ন বাংলাদেশ ও উইক্যান এর বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে প্রান্তিক অনগ্রসর জনগোষ্ঠী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন ।#