বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, সুমন মার্কেটের লিজ নিয়ে উত্তেজনা

প্রতিনিধি: / ৯২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার ফকিরহাটের কাটাখালী মোড়ে অবস্থিত সুমন মার্কেট নিয়ে উত্তেজনা ও মারধরের ঘটনা ঘটেছে। মার্কেটের ব্যবসায়ী আব্দুল হামিদ মিয়ার অভিযোগ, মার্কেটের মালিক এস এম ইউনুস (সুমন) জোরপূর্বক তার ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন।
আব্দুল হামিদ মিয়ার বক্তব্য অনুযায়ী, তিনি প্রায় ৭ বছর ধরে মার্কেটে রেস্টুরেন্টসহ আবাসিক হোটেল পরিচালনা করে আসছেন। কিন্তু এস এম ইউনুস (সুমন) মাঝে মাঝে হোটেল ছেড়ে দিতে বলতেন এবং অন্য কাউকে লিজ দিয়ে বেশি অর্থ নেওয়ার চেষ্টা করতেন। অভিযোগে বলা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে মার্কেটের অফিস কক্ষে অবস্থানকালে এস এম ইউনুস (সুমন) এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে কর্মচারীদের সামনে জোরপূর্বক বের করে মারধর করেন। এ বিষয়ে আব্দুল হামিদ মিয়া আরও জানান, প্রায়ই সুমন নিজে ও তার লোকজন নিয়ে এসে তার কর্মচারীদের সামনে মা-বাবাকে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন, “আমার দুইটি ব্যবসা প্রতিষ্ঠানই সুমন মার্কেটে। দুটি প্রতিষ্ঠানই তার স্ট্যাম্পের মাধ্যমে লিখিত এবং একটি রেজিস্ট্রির মাধ্যমে নেওয়া। নিয়ম ও আইন অনুযায়ী তিনি যদি আমাকে তার ঘর ছাড়তে বলতেন, তাহলে আমি নেমে যেতাম।”
অভিযোগটি তিনি ফকিরহাট মডেল থানায় দায়ের করেছেন। তার দাবি, বর্তমানে এস এম ইউনুস (সুমন) জোরপূর্বক মার্কেট পরিচালনা করছেন এবং তাকে প্রবেশ করতে দিচ্ছেন না। হুমকি ও ভয়ভীতির কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, “এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।এদিকে, সুমন মার্কেটের সত্ত্বাধিকারী এস এম ইউনুস (সুমন) এর সঙ্গে সাংবাদিকেরা তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১১-২২৪১৩৬ এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।


এই বিভাগের আরো খবর