শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিসঃ কপিলমুনি ইউনিয়ন পরিষদে শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিম সভা
গতকাল সকাল ১০ টায় পরিষদ ভবনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃইউনুচ আলী মোড়লের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। ইউপি সচিব জাভেদ ইকবালের সঞ্চালনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃইউনুস আলী
মোড়লের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় বক্তব্য রাখেন কপিলমুনি পুলিশ
ফাঁড়ির এ এস আই মোঃ সোহরাব হোসেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবে সভাপতি ও কে
কে এসপির আহবায়ক এম আজাদ হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও
বণিক সমিতির সদস্য সচিব শেখ আনোয়ারুল ইসলাম, পাইকগাছা থানা কৃষক দলের সাবেক
সভাপতি আবুবক্কার সিদ্দিকী সানা, কপিলমুনি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রুহুল
কুদ্দুস, কপিলমুনি ইউনিয়ন বিএনপ্#ি৩৯;র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুজায়েত
গাজী, জামায়েত নেতা জাকির হোসেন, আসাদুল ইসলাম মিলনসহ বিভিন্ন পূজা মন্ডপের
সভাপতি সম্পাদক বৃন্দ । এ সময় আরো উপস্থিত ছিলেন পাইকগাছা পূজা উদযাপন ফ্রন্টের
যুগ্ম সম্পাদক বিপ্লব দত্ত, রতন সাধু, সুজিত সাধু, দেবব্রত মজুমদার সহ কপিলমুনি
ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্য বৃন্দ। বক্তারা বলেন , সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে,
শান্তিপূর্ণভাবে, জাঁকজমক ভাবে, উৎসবমুখর পরিবেশ পূজা সম্পন্ন করতে পারে,, তার জন্য
সর্বাত্মক সহযোগিতার করা হবে।