সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাতের আঁধারে সুইডেনে মসজিদে অগ্নিসংযোগ

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুইডেনের হাল্টসফ্রেড শহরের একটি মসজিদ আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে মসজিদটিতে অগ্নিসংযোগ করা হয় বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। আনাদোলুর খবরে বলা হয়, সোমবার রাতে আগুন দ্রুত ভবনটিকে পুরোপুরি গ্রাস করে। উদ্ধারকারী সংস্থার সদস্য মাইকেল হেসেলগার্ড বলেন, ‘আমরা জানি না কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, তবে ভবনটিতে ব্যাপকভাবে পুড়ে গেছে। ’ প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মসজিদটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হেসেলগার্ড বলেন, ‘ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এটি কোনো কাজে ব্যবহার করা সম্ভব হবে না। ’ আগুন সম্পূর্ণরূপে নেভানোর জন্য উদ্ধারকারী দল সকাল পর্যন্ত ঘটনাস্থলে ছিল, এরপরে পুলিশ তদন্ত শুরু করার জন্য এলাকাটি ঘিরে ফেলে। পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফোর্স নিশ্চিত করেন যে ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর