সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮

প্রতিনিধি: / ৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবার (২৪ সেপ্টেম্বর) বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মৃত ব্যক্তিদের মধ্যে দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজন ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুবরণকারী পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছর, বাকি তিনজনের বয়স ৫০, ৫৫ ও ১২ বছর। তাঁদের মধ্যে তিনজন নারী, দুইজন পুরুষ।

সেপ্টেম্বর মাসে একদিনে ভর্তি হওয়া ৬৬৮ জন রোগীর ফলে এ মাসে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩৬৫ জন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ জন।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের বর্তমান চিকিৎসার অবস্থানও উদ্বেগজনক। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ২০১৬ জন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৭ জন ও ঢাকার বাইরে ১২৫৯ জন। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশনের দুটি এলাকায় ১৬৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১২৬, ময়মনসিংহে ৩০, চট্টগ্রামে ১০৬, খুলনায় ৪১, রাজশাহীতে ৩৫, রংপুরে পাঁচ ও বরিশালে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই রোগের ট্র্যাকিং ২০০০ সাল থেকে শুরু হয়েছে। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১৭০৫ জনের।


এই বিভাগের আরো খবর