শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮

প্রতিনিধি: / ৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বুধবার (২৪ সেপ্টেম্বর) বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মৃত ব্যক্তিদের মধ্যে দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজন ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুবরণকারী পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছর, বাকি তিনজনের বয়স ৫০, ৫৫ ও ১২ বছর। তাঁদের মধ্যে তিনজন নারী, দুইজন পুরুষ।

সেপ্টেম্বর মাসে একদিনে ভর্তি হওয়া ৬৬৮ জন রোগীর ফলে এ মাসে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩৬৫ জন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ জন।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের বর্তমান চিকিৎসার অবস্থানও উদ্বেগজনক। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ২০১৬ জন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৭ জন ও ঢাকার বাইরে ১২৫৯ জন। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশনের দুটি এলাকায় ১৬৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১২৬, ময়মনসিংহে ৩০, চট্টগ্রামে ১০৬, খুলনায় ৪১, রাজশাহীতে ৩৫, রংপুরে পাঁচ ও বরিশালে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই রোগের ট্র্যাকিং ২০০০ সাল থেকে শুরু হয়েছে। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১৭০৫ জনের।


এই বিভাগের আরো খবর