সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রান্সের স্বীকৃতি, প্রতিক্রিয়া জানালেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ফরাসি পদক্ষেপকে ‘ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবু-হাসিরা। সেইসঙ্গে অন্যান্য দেশগুলোকেও একই পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম দেয়া এক পোস্টে আবু-হাসিরা জানান, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত ‘শান্তি প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রচেষ্টাকে’ সমর্থন করে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন, যিনি সৌদি আরবের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অন্যান্য দেশকেও এমন সাহসী উদ্যোগে যোগ দিতে উৎসাহিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষায় স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দখলদারিত্বের অবসানে আলোচনার জন্যও আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর