সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

প্রতিনিধি: / ৯২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। গতকাল দেশ দু’টির কর্তৃপক্ষ সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ফিলিপাইনের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়টি ‘দ্রুত শক্তিশালী’ হয়ে উঠছে এবং মঙ্গলবার বিকেলের মধ্যে জনবহুল বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ঝড়ের কেন্দ্রস্থলে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার এবং ২৩০ কিলোমিটার বেগে পশ্চিমে দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছিল।
স্বরাষ্ট্র বিভাগের সচিব জনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের ‘বিপজ্জনক অঞ্চল থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করা উচিত নয়।’ তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বের হুয়ালিয়েন কাউন্টি থেকে প্রায় ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এতে আরো বলা হয়, টাইফুনের গতিবিধির ওপর নির্ভর করে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মূল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ‘মারাত্মক বন্যা ও ভূমিধস’ হওয়ার আশঙ্কা রয়েছে। এর সবচেয়ে শক্তিশালী প্রভাব হয়ত দেখা যাবে আজ সকাল ৮টায়।


এই বিভাগের আরো খবর