শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীজির প্রতি ভালোবাসা: যখন একটি খেজুর গাছও কেঁদেছিল

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ইতিহাসের পাতা খুললে অনেক ঘটনা চোখে পড়ে, যা কেবল মনকে আলোড়িত করে না,বরং অন্তরকে ভিজিয়ে দেয় ভালোবাসার অশ্রুতে। সেসব ঘটনার একটি হলো,মসজিদে নববীতে খুতবার সময় খেজুর গাছের কান্না। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ভালোবাসা শুধু সাহাবায়ে কেরামের হৃদয়ে সীমাবদ্ধ ছিল না; প্রকৃতিও তার বিচ্ছেদ সহ্য করতে পারেনি। একটি নির্জীব খেজুর গাছ তাঁর সান্নিধ্য হারিয়ে যখন অশ্রুসিক্ত হলো, তখন ইতিহাসে সৃষ্টি হলো এক বিস্ময়কর অধ্যায়।

ঘটনার বিস্তারিত বর্ণনা
মসজিদে নববীর প্রারম্ভিক সময়ে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি জুমায় খুতবা দিতেন একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে। সেই গাছ ছিল তার বাণী প্রচারের নীরব সঙ্গী। একদিন আনসারদের পক্ষ থেকে প্রস্তাব এলো, হে আল্লাহর রসুল! আমরা কি আপনার জন্য একটি মিম্বর তৈরি করে দেব, যাতে আপনি আরাম করে বসে খুতবা দিতে পারেন? রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মতি দিলেন। মিম্বর তৈরি হলো। কিন্তু প্রথম দিন যখন তিনি মিম্বরে উঠে খুতবা শুরু করলেন, তখনই আশ্চর্য এক ঘটনা ঘটল। সেই খেজুর গাছটি হাহাকার করে কেঁদে উঠল। হাদিসে এসেছে,গাছটির কান্না ছিল এক ক্ষুধার্ত শিশুর কান্নার মতো। কান্নার আওয়াজ মসজিদ ভরিয়ে দিল। সাহাবায়ে কেরাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন মিম্বর থেকে নেমে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তখন সে এমনভাবে ক্রন্দন করছিল, যেমন একটি শিশু মাকে জড়িয়ে শান্ত হয়।। মুহূর্তেই গাছটির কান্না থেমে গেল। যেন সে প্রশান্তি পেল প্রিয় নবীর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সান্নিধ্যে। (সহিহ বুখারি:৯১৯ সহিহ মুসলিম: ২৩২৬)

ঘটনার বিশ্লেষণ ও শিক্ষা
১. নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মর্যাদা ও সত্যতা নির্জীব খেজুর গাছও তার বিচ্ছেদ সহ্য করতে পারেনি। এটি প্রমাণ করে যে, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত সত্যিকারের নবী।
২. প্রকৃতির সাক্ষ্য: আল্লাহ তাআলা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সত্যতাকে প্রমাণ করতে প্রকৃতিকেও সাক্ষী বানিয়েছেন। গাছ, পাথর, প্রাণী,সবাই তাকে চিনত।
৩. ভালোবাসার শিক্ষা: একটি নির্জীব গাছ যদি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সান্নিধ্য হারিয়ে কেঁদে ফেলে, তাহলে একজন মুমিন কিভাবে তার সুন্নাহ থেকে বিমুখ হতে পারে? আমাদের ভালোবাসা প্রকাশের সর্বোত্তম উপায় হলো তার সুন্নাহকে আঁকড়ে ধরা।
৪. সাহাবাদের ঈমান বৃদ্ধি: এই অলৌকিক ঘটনা দেখে সাহাবায়ে কেরামের ঈমান আরও দৃঢ় হলো, তারা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে সম্পর্ককে আরও গভীরভাবে উপলব্ধি করলেন।

খেজুর গাছের কান্না কেবল একটি ইতিহাস নয়, বরং রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ভালোবাসা ও অনুরাগের জীবন্ত দৃষ্টান্ত। এটি আমাদের মনে করিয়ে দেয়,নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের অন্তরের চেয়ে বেশি প্রিয় হওয়া উচিত। তার প্রতি ভালোবাসা শুধু মুখের বুলি নয়; বরং তাঁর আদর্শ, সুন্নাহ ও জীবনদর্শন আঁকড়ে ধরাই হলো সত্যিকারের ভালোবাসার প্রমাণ।

 


এই বিভাগের আরো খবর