বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে আরাফাত রহমান কোকো  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মাসুম বিল্লাহ,মির্জাগঞ্জ,পটুয়াখালীঃ  পটুয়াখালীর মির্জাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় পূর্ব সুবিদখালী নিউ রক্সি একাদশ ৩-১ গোলে কলাপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুবিদখালী সরকারি র ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মোঃ জুয়েল।
সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: শাহাবুদ্দিন নান্নু। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান অতিথিবৃন্দ।
আরও  উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান সাহিন প্রমুখ।
খেলা পরিচালনা করেন ফুটবলার রুবেল হোসেন সোনা। আয়োজনে সুবিদখালী সরকারি কলেজ ছাত্র দল নেতা মোঃ তাওহীদ ইসলাম। খেলা উপভোগ করেন কয়েক বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে এ খেলার আয়োজন করা হয়।
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী,ক্রীড়া সংগঠক এবং ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক লেভেলে অবস্থান সু দৃঢ় করার জন্য তার সীমাহীন অবদান ছিল।


এই বিভাগের আরো খবর