বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটের গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট:  বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৮ এপ্রিল। এর আগে গেল ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে পদটি শূন্য হয়।

কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বাসের জারি করা এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২৮ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে গেল ১০ মার্ থেকে। ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল এবং ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 উল্লেখ্য, গেল ১০ মার্চ কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বাস এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিটি জারি করেছিলেন।


এই বিভাগের আরো খবর