সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে নিহত ৬

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের অস্থিতিশীল উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে গতকাল বুধবার বন্দুকধারীরা একটি গাড়িতে হামলা চালিয়ে ছয় জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী কুর্রাম জেলায় এই হামলার ঘটনা ঘটে। এখানে সুন্নি ও শিয়া সমপ্রদায়ের মধ্যে সামপ্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আমির নওয়াজ খান বলেন, ‘আজ সকালে, সশস্ত্র ব্যক্তিরা পাড়া চামকানির সুন্নি সমপ্রদায়ের এক সদস্যের গাড়িকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।’ তিনি আরো বলেন, গাড়ির ভেতরে থাকা ছয় জন নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কুর্রামের আরেক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিয়া-সংখ্যাগরিষ্ঠ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। কুর্রাম এলাকা কয়েক দশক ধরে সুন্নি-শিয়া সহিংসতায় বিধ্বস্ত। স্থানীয় কর্মকর্তাদের মতে, জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ২শ’ ৫০ জন নিহত হয়েছে। পাকিস্তান একটি সুন্নি-সংখ্যাগরিষ্ঠ দেশ। কিন্তু দেশটিতে শিয়ারা জনসংখ্যার ১০ থেকে ১৫ শতাংশ। দেশটির শীর্ষস্থানীয় মানবাধিকার এনজিও পাকিস্তানের মানবাধিকার কমিশন এই ঘটনার ‘তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত’ করার আহ্বান জানিয়ে কুর্রামের পরিস্থিতিকে ‘মানবিক সংকট’ হিসাবে উল্লেখ করেছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্থানীয় সরকার ও উপজাতীয় নেতারা যুদ্ধরত সমপ্রদায়গুলোর মধ্যে অসংখ্য যুদ্ধবিরতির কথা বলেছেন। কিন্তু কেউই সহিংসতা থামাতে পারেনি। জমি বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘাতের সূত্রপাত হচ্ছে। ফেব্রুয়ারিতে, এই অঞ্চলে খাদ্য সরবরাহ বহনকারী একটি কনভয়ের ওপর হামলায় ছয় জন নিহত হয়।


এই বিভাগের আরো খবর