ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও ১৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি মেট্রিক টন ৫০০.৫০ মার্কিন ডলার হিসেবে গণনা করে এ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত নির্ধারণ করা হয়েছে ৩৫:৬৫ হিসেবে।
আগের মাসে, অর্থাৎ আগস্টে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। অটোগ্যাসের দামও সেই সময় ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমেছে এবং সাত দফা বৃদ্ধি পেয়েছে।
বিইআরসি জানিয়েছে, দাম সমন্বয় মূলত আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত মূল্য ও অনুপাতের ভিত্তিতে করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্যাসের এই দাম হ্রাস কিছুটা উপভোক্তাদের খরচ কমাবে, যদিও সামগ্রিক প্রভাব সীমিত হতে পারে।
এছাড়া, সরকার ও রেগুলেটরি কর্তৃপক্ষ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ক্রয়মূল্য এবং আমদানি খরচকে বিবেচনায় রেখে মাসিক ভিত্তিতে দাম পুনঃনির্ধারণ করা হবে।