মোরেলগঞ্জ প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদীদল উপজেলা ও পৌর বিএনপির উদ্দোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমরার নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন দলীয় নেতা কর্মীরা। সকালে দলীয় কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পৌর পার্কে দলের জন্মদিন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন জেলা বিএনপির নেতা বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
বদিউজ্জামান খান মহারাজ, মেরাজুল হক খাসরু, মহিলা দলেন নেত্রী ফেরদৌস আরা হ্যাপী, নাছরিন সুলতানা শিল্পি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস মুন্সি, উপজেলা শ্রমীক দলের সভাপতি মজনু মোল্লা, পৌর শ্রমীক দলের সভাপতি মাসুদ খান চুন্নুসহ বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এ কর্মসূচীতে অংশ নেন। সন্ধ্যায় পৌর পার্কে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।