ফকিরহাট প্রতিনিধি:-ফকিরহাটের আট্টাকী ঝুটোতলা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ৩০ আগস্ট মামলার বাদী শেখ তৈয়বুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানান।
শেখ তৈয়বুর রহমান বলেন, “আমি আমার বৈধ সম্পত্তির মালিক। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমার জমিতে নির্মাণ কাজ চালানো হচ্ছে। বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। আমি আশা করি, আদালত দ্রুত হস্তক্ষেপ করবেন।”
বাদী আরও জানান, তিনি ফকিরহাট সহকারী জজ আদালতে বাটোয়ারা মামলা (নং ২১৭/২৩) করেছেন। মামলার মধ্যে আদালত তার সম্পত্তিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন। এর পরও ইউসুফ আলী শেখ উক্ত আদেশ উপেক্ষা করে নির্মাণ কাজ চালাচ্ছেন।
উক্ত ঘটনায় ফকিরহাট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে শেখ তৈয়বুর রহমান দ্রুত আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তার বৈধ সম্পত্তি ও অধিকার রক্ষা পায়।