সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চোর সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনি

প্রতিনিধি: / ৮৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বিদেশ : ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গত বৃহস্পতিবার রাতে গুগল ম্যাপসের একটি জরিপ দলকে চোর ভেবে মারধর করেছে স্থানীয়রা। এনডিটিভি গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, কানপুর জেলার বীরহার গ্রামে ঘটনাটি ঘটে। সেখানে টেক মাহিন্দ্রার হয়ে আউটসোর্স করা গুগল ম্যাপস দল ক্যামেরা লাগানো একটি গাড়ি ব্যবহার করে গ্রামাঞ্চলের রাস্তার ছবি তুলছিল। উদ্দেশ্য ছিল গুগল ম্যাপে সঠিকভাবে মানচিত্র আপডেট করা। তবে ক্যামেরাযুক্ত গাড়িটি দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। তারা মনে করে, ক্যামেরা বসিয়ে হয়তো চুরি করার তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন গ্রামবাসী গাড়িটি ঘিরে ফেলে ও দলটির সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তেজনায় রূপ নেয় ও স্থানীয়রা দলটির সদস্যদের মারধর করে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করে। এর পর গুগল ম্যাপস দল ও গ্রামবাসী দুই পক্ষকে থানায় নেওয়া হয়। সেখানে জরিপ দল জানায়, তারা চোর নয়, বরং ম্যাপিংয়ের কাজ করছে। এরপর গ্রামবাসীরা শান্ত হয়। গুগল ম্যাপসের একজন কর্মী বলেন, ‘আমি দলসহ জরিপের কাজে গ্রামে গিয়েছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝিতে স্থানীয়রা আমাদের মারধর করে। এ জরিপের জন্য আমরা ডিআইজির কাছ থেকে অনুমতিও নিয়েছিলাম।’ গ্রামবাসীরা জানিয়েছে, এলাকায় সামপ্রতিক সময়ে একাধিক চুরির ঘটনা ঘটেছে, তাই তারা বেশি সতর্ক ছিল। তবে গুগল ম্যাপস টিম গ্রামবাসীর বিরুদ্ধে কোনো মামলা করেনি। কানপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গুগল ম্যাপিংয়ের কাজ চলছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন আছে ও গ্রামবাসীদের শান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় কোনো আইনশৃঙ্খলার সমস্যা নেই।’


এই বিভাগের আরো খবর