শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, পরীক্ষা বর্জন

প্রতিনিধি: / ৫৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন। সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচির কারণে একাডেমিক কার্যক্রম স্থগিত ছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ন্যায্য বিচার ও তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সকাল থেকে বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষগুলো ফাঁকা দেখা গেছে। আন্দোলনকারীরা বুধবার রাতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামানও ব্যবহার করা হয়। এতে কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তদন্তে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থীরা তাদের দাবি বিস্তৃত করে পাঁচ দফা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডে উচ্চ ডিগ্রিধারীরা আবেদন করতে পারার সুযোগ, এবং প্রকৌশলী হিসেবে শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের স্বীকৃতি।

বুয়েটে বৃহস্পতিবার পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা সাপ্তাহিক বন্ধের কারণে উপস্থিত ছিলেন না, তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালিত হয়েছে। বুয়েটের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, শাটডাউন বুধবার থেকে শুরু হয়েছে।

শাহবাগে এক সংবাদ সম্মেলনে প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ জানান, আগামী ২৮ আগস্ট বিকেল পাঁচটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য তাদের দাবির বাস্তবায়ন নিশ্চিত করা এবং সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একক কর্মসূচি বজায় রাখা।


এই বিভাগের আরো খবর