শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই: আইএসপিআর

প্রতিনিধি: / ৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

বুধবার (২৭ আগস্ট) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি আসন্ন ডাকসু ও হল সংসদসহ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী মোতায়েন-সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের কোনো নির্দেশনা নেই এবং প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। এর মধ্যে প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম, দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী অবস্থান নেবে বলে উল্লেখ করা হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল, প্রয়োজনে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবে।

এই ঘোষণার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দিলে আইএসপিআর আনুষ্ঠানিকভাবে জানায়, বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততা থাকবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানেই নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব। আইএসপিআরের মতে, এ ব্যবস্থার মাধ্যমেই নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।


এই বিভাগের আরো খবর