শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিইসি’র সঙ্গে মার্কিন দূতের বৈঠক বৃহস্পতিবার

প্রতিনিধি: / ৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

বুধবার (২৭ আগস্ট) সিইসির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে এটিই যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রথম বৈঠক হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা হতে পারে।


এই বিভাগের আরো খবর