সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টাইফুন কাজিকির তাণ্ডবে ভিয়েতনামে ৩ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বিদেশ : ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। টাইফুনটির প্রভাবে শুরু হওয়া ভারি বৃষ্টির কারণে ভূমিধস হতে পারে ও বন্যা দেখা দিতে পারে বলে  মঙ্গলবার সতর্ক করেছে কর্তৃপক্ষ। সরকারি এক বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে, ঝড়ে প্রায় ৭০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ২৮৮০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে আর ১৮ হাজার গাছ উপড়ে পড়েছে। ঝড়ে ৩৩১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় থাং হোয়া, ঙি আন, হা তিন, থাই নগুয়েন ও ফু থো প্রদেশের বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ভারি বৃষ্টিতে রাস্তাগুলো তলিয়ে যায়, এতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। রাস্তায় বহু গাড়ি ছাদ পর্যন্ত পানিতে তলিয়ে ছিল। শহরের আবাসিক এলাকাগুলোও জলাবদ্ধ হয়ে পড়ে। আগামী ২ সেপ্টেম্বর ভিয়েতানামের ৮০তম জাতীয় দিবস। এই দিবসটিতে রাজধানীতে দেশের সবচেয়ে বড় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দিবসটির প্রস্তুতি চলার মধ্যেই হ্যানয় এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ল। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রদর্শিত ভিডিও ক্লিপগুলোতে দেখা গেছে, বৃষ্টি ঝড়ছে আর হ্যানয়ের বৃহত্তম হ্রদ ওয়েস্ট লেকের পানি তীর উপচে পড়েছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, বন্যার কারণে বাক নিং প্রদেশের বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাইফুন কাজিকি সোমবার বিকালে ভিয়েতনামের উত্তর মধ্যাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে উঠে আসে। তারপর থেকে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি প্রতিবেশী লাওসের দিকে এগিয়ে যাচ্ছে বলে ভিয়েতনামের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ভিয়েতনামের উত্তরাঞ্চলের কিছু অংশে বৃষ্টি অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও ছয় ঘণ্টার মধ্যে ১৫০ মিলিমিটারের (৬ ইঞ্চি) মতো বৃষ্টিপাত হতে পারে, এতে হঠাৎ বন্যা ও ভূমিধস হতে পারে। বিমানবন্দর আর স্কুল বন্ধ করে দিয়ে, উপকূলের কাছ থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে এখন পর্যন্ত বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়েছিল ভিয়েতনাম।


এই বিভাগের আরো খবর