আমার চাহিদা বেশি নয় কখনো,
গহনা, টাকা, দুনিয়ার সুখ—
সবই মায়া, সবই ক্ষণস্থায়ী।
আমি চাই শুধু—
কেউ যেন ভালোবাসে মন থেকে,
অভিনয় নয়, ভণ্ডামি নয়,
সত্যিকারের টানেই থাকুক পাশে।
অপমানে যেন কেউ প্রতিবাদ করে,
আমার চোখের জলকে অবহেলা না করে।
কারণ টাকা–পয়সা চিরকাল থাকে না,
থাকে শুধু ভালোবাসা,
থাকে শুধু সত্যিকারের সম্পর্কের মূল্য।