মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৩০ গ্রাম গাঁজাসহ মোঃ খলিল আকন (৫০) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। কাকড়াবুনিয়া গ্রামের মৃতঃ রহম আলী আকনের পুত্র এই খলিল আকন।
মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের আর্মি ও থানা পুলিশ যৌথভাবে রোববার (২৪ আগস্ট) ভোর ৫:১৫ এর সময় অভিযান পরিচালনা করেন। এসময় খলিল আকন এর নিজ পশ্চিম ভিটির চৌচালা টিনের বসত ঘর থেকে ১৩০ (একশত ত্রিশ) গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেফতার করা হয়।
মির্জাগঞ্জ থানা এসআই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা জানান,
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের বিশেষ অভিযান অব্যাহত আছে।