বাগেরহাট প্রতিনিধিঃ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পিরোজপুর জোনের আওতায় বাগেরহাট এরিয়া কার্যালয়ে (২১ আগস্ট ) বৃহস্পতিবার সকালে প্রবীন কল্যাণ কর্মসূচির আওতায়, ,প্রবীনদের মাঝে ছাতা ও লাঠি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন প্রবীন কল্যাণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহব্বাত আলীর সভাপতিত্বে ও রিকের এরিয়া ম্যানেজার ইনছান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিংকের পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ ইমদাদুল হক, প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান, রিকের শাখা ব্যবস্থাপক মোঃ ইরশাদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন প্রমুখ। পরে উপস্থিত প্রবীণ পূরুষ ও নারীদের মাঝে ছাতা ও লাঠি বিতরণ করা হয়।