মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার আট মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রাথমিকভাবে ঘটনাস্থলেই দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় আরও দুই জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২০ বছর বয়সী রাইসা নামের এক তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য দুই নিহত পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।
দেওয়ান আজাদ বলেন, চালক দ্রুতগতির গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়ের মাওয়া থেকে ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে যান চলাচল স্বাভাবিক হয়।
উদ্ধার অভিযানের পর নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।