সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মেক্সিকোতে ভোরবেলা রাস্তা থেকে ৬ কাটা মাথা উদ্ধার

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বিদেশ : মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি রাস্তা থেকে ছয়টি কাটা মাথা উদ্ধার করা হয়েছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় সময় গত মঙ্গলবার ভোরে ঘটনাটি আবিষ্কার করে। এই রাস্তা শান্তিপূর্ণ রাজ্য পুয়েবলা ও ৎলাঙ্কালাকে সংযুক্ত করেছে। এলাকাটি সাধারণত মাদকচক্রের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট নয়। পুলিশ এখনো হত্যার কোনো উদ্দেশ্য জানায়নি কিংবা মেঙ্েিকাতে সক্রিয় কোনো অপরাধী গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে, তা-ও উল্লেখ করেনি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে একটি কম্বল ফেলে রাখা হয়েছিল, যাতে প্রতিদ্বন্দ্বী গ্যাংদের উদ্দেশে হুমকি লেখা ছিল এবং তা ‘লা বার্রেদোরা’ (যার অর্থ ঝাড়ুদার) নামের একটি গোষ্ঠীর নামে স্বাক্ষরিত ছিল। এটি গেরেরো প্রদেশে সক্রিয় স্বল্প পরিচিত অপরাধী গোষ্ঠীর নাম হলেও এই ঘটনার পেছনে তারাই আছে কি না বা কেন, তা স্পষ্ট নয়। স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ৎলাঙ্কালায় পাওয়া মাথাগুলো পুরুষদের এবং তারা এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। এ অঞ্চলে মাদক চোরাচালানের পাশাপাশি জ্বালানি পাচার বা ‘হুয়াচিকোলেও’ সমস্যা রয়েছে। এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠীগুলো প্রতিবছর বিলিয়ন ডলার আয় করে। এদিকে এখন পর্যন্ত ফেডারেল কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমের প্রশাসন ফেন্টানিল পাচার দমনে কঠোর অভিযান চালানোর প্রেক্ষাপটেই ঘটনাটি ঘটল। পুয়েবলা ও ৎলাঙ্কালা সাধারণত দেশের অন্যান্য অঞ্চলের মতো ভয়াবহ মাদকচক্র সংঘাতের শিকার নয়। এর আগে চলতি বছরের জুনে সিন্নালোয়া প্রদেশে ২০টি লাশ উদ্ধার হয়, যার মধ্যে চারজনের মাথা বিচ্ছিন্ন ছিল। অঞ্চলটি দীর্ঘদিন ধরেই গ্যাং সহিংসতায় জর্জরিত। এ ছাড়া চলতি বছরের মে মাসে মধ্যাঞ্চলীয় গুয়ানাহুয়াতো রাজ্যে একটি ক্যাথলিক গির্জার অনুষ্ঠানে সাত তরুণকে গুলি করে হত্যা করা হয়। দেশটিতে সামপ্রতিক বছরগুলোতে মাদকচক্রের সহিংসতা ভয়াবহভাবে বেড়েছে। ২০০৬ সালে সরকার প্রথমবার গ্যাংদের বিরুদ্ধে সেনাবাহিনীর ব্যবহার শুরু করার পর থেকে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।


এই বিভাগের আরো খবর