শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণ প্যানেল ঘোষণা

প্রতিনিধি: / ১১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

এর আগে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার দুপুর ১২টায় এই প্যানেল ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ অন্য নেতারা। তিনি জানান, শেষ মুহূর্তে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করা হয়েছে।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (৯ সেপ্টেম্বর)।


এই বিভাগের আরো খবর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। জেলা ও মহানগর সদরে একযোগে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আমাদের এই আন্দোলন চলছে। জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত থাকবে।” বিবৃতিতে জানানো হয়, আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা গণদাবি উপস্থাপন করা হয়। একই অনুষ্ঠানে তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণার অংশ হিসেবেই সোমবারের এই বিক্ষোভের আয়োজন। আন্দোলনরত দলগুলোর প্রধান পাঁচ দাবি হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকারের সব জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জামায়াত জানিয়েছে, সোমবারের বিক্ষোভের পর মঙ্গলবার (২৮ অক্টোবর) মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা, বিক্ষোভ ও দোয়া কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই যুগপৎ আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের দাবিটি সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে