সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দাবানলে স্পেনে আরও ৩০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে

প্রতিনিধি: / ৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিদেশ : পশ্চিম স্পেনের তীব্র দাবানলে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে অতিরিক্ত ৩০ হাজার হেক্টর (৭৪,০০০ একর) জমি পুড়ে গেছে। তবে শীতল তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের আশা জাগিয়ে তুলেছে। মঙ্গলবার স্যাটেলাইট তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মাদ্রিদ থেকে একথা জানিয়েছে। ইউরোপীয় বন অগ্নি তথ্য ব্যবস্থা জানিয়েছে, স্পেনে এ বছর এই ভয়াবহ দাবানলে গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় ৩৭৩ হাজার হেক্টর (৯২২,০০০ একর) জমি পুড়ে গেছে। এটি ২০২২ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে। ওই সময়ে ৩০৬ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে যায়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জামোরা ও লিওন, গ্যালিসিয়ার ওরেন্স প্রদেশ এবং পশ্চিমাঞ্চলীয় অঞ্চল এঙ্ট্রেমাদুরার ক্যাসেরেসে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এই বিপুল সংখ্যক জমির বেশিরভাগ পুড়ে গেছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রাম থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগটির কারণে বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাদ্রিদ ও গ্যালিসিয়ার মধ্যে রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গতকাল মঙ্গলবার জামোরা ও ক্যাসেরেসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগুন এখনও নিভে যায়নি। তবে ১৬ দিনের তাপপ্রবাহের সমাপ্তি দমকলকর্মীদের জন্য পরিস্থিতির উন্নতি করেছে। ক্যাস্টিল ও লিওনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নিকানোর সেন বলেছেন, সর্বোচ্চ তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস কমেছে এবং আর্দ্রতার মাত্রা বেড়েছে। তিনি পাবলিক ব্রডকাস্টার টিভিই’কে বলেন, ‘এই পরিবর্তনগুলো আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পরিস্থিতি সহজ।’


এই বিভাগের আরো খবর