সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের ধারাবাহিক দায়িত্ব পালনের অংশ হিসেবে পাথর কোয়ারী থেকে অবৈধ মজুমকৃত পাথর উদ্ধারে অভিযান করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ১১টার দিকে আদর্শগ্রাম, কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়ন এ অভিযান পরিচালনা করা হয়।
৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহলদল সিলেট জেলার আদর্শগ্রামে অভিযান চালায়। এসময় সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মজুদকৃত পাথর উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত এলাকায় প্রায় ২ লক্ষ ঘনফুট পাথর অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল, যা পাচারের উদ্দেশ্যে সেখানে জমা করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামে মজুদ করে আসছিল। তবে সীমান্তবর্তী এলাকায় বিজিবির কড়া নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অসাধু চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তারা মজুদকৃত পাথর পাচার করতে পারেনি।
পরবর্তীতে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী উদ্ধারকৃত পাথরের সঠিক পরিমাপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।