যতই চেষ্টা করো অন্ধকার ঢালতে,
আলো কখনো নিভবে না আল্লাহর রহমতের বাতাসে।
তোমাদের ষড়যন্ত্র ভেঙে যাবে ধূলির মতো,
কারণ আমার পরিবার আছে সেই রবের আশ্রয়ে, যিনি সব জানেন।
তোমাদের চোখে হয়তো আগুন, মনে হয়তো হিংসার স্রোত,
কিন্তু আমার পরিবার আল্লাহর নূরে সিক্ত — অটুট, অটল, অদম্য শক্ত।
যেখানে আল্লাহর দয়া, সেখানে ভয় কিসের?
শত্রু যতই হিংসা করুক, ক্ষতি হবে শুধু তাদেরই ভেতরের বিষে।
আমরা আল্লাহর উপর ভরসা করে চলি,
তাই সব ষড়যন্ত্র ধ্বংস হবে —
আর পরিবার রবে নিরাপদ, শান্ত,
তাঁর অসীম ছায়াতলে।