বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এসেছে বর্ষাকাল

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রোমেন রায়হান
এসেছে বর্ষাকাল, বৃষ্টির ড্রপ!
রাজপথে হেঁটে চলা ছপ ছপ ছপ!
চারিদিকে বর্ষার দেখি অবদান
রেডিওতে মাঝে মাঝে বৃষ্টির গান!
শোঁ শোঁ হাওয়া, একটানা চলা রিমঝিম
মেন্যু জুড়ে পাকাপাকি খিচুড়ি ও ডিম!
পেঁয়াজ মরিচে মাখা মুড়ি চানাচুর
বাড়ি থেকে বের হয়ে যাবে কতদূর?
ছাতা নিয়ে বের হওয়া চালাকের দল
রাজপথে নেমে দেখে বুকসম জল!
নদী নাকি রাজপথ বোঝা খুব ভার
সাঁতরায় রিকশা ও প্রাইভেট কার।
বর্ষা সিজনে বই, ডাব, পলিথিন
খুশি মতো ভেসে চলে স্বাধীন স্বাধীন!
বাজারের ব্যাগ থেকে লাফ দিয়ে কৈ
জলে ডুব দিয়ে বলে, রাখ হৈ চৈ!
ঘোলা জলে মাছ খোঁজা বোকাদের কাজ
হাঁটুর ওপরে তোলো প্যান্টের ভাঁজ!
নাগরিক বৃষ্টিতে আনন্দ খুব!
কাত হয়ে পড়ে গিয়ে আলগোছে ডুব!
নীচ থেকে টেনে নিতে চায় ম্যানহোল
বন্ধুকে বলা, ধর, হাত টেনে তোল!
পড়ে যাওয়া, টেনে তোলা আনন্দময়
বর্ষার কাছাকাছি কোনো ঋতু নয়!


এই বিভাগের আরো খবর