ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার ফকিরহাট সদর ইউনিয়নে ১৮ই আগস্ট সোমবার বিকাল ৫ টায় আট্টাকী ঘোষপাড়া
পালপারা এবং বাজারের সকল সনাতনী ভক্ত বিন্দুদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে আট্টাকী শীতলাতলা মন্দিরের পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।
এসময় ফকিরহাট কাজি আজহার আলি কলেজের প্রভাষক প্রনব ঘোষ( সোনা)কে সভাপতি এবং ব্যবসায়ী রনি ঘোষকে সাধারণ সম্পাদক পদে নির্বাচীত করা হয়।
উপস্থিত ভক্তবিন্দুরা জানান আট্টাকী সার্বজনীন শীতলাতলা মন্দিরে বিগত প্রায় ২০৪ বছর ধরে সনাতনধর্মালম্বীদের পূজা অর্চনা হয়ে আসছে। এখানে সনাতনী ধর্মের সকল শ্রেনীর ভক্ত বিন্দু পূজা দিয়ে থাকেন এবং সনাতনী ধর্মের সব বড় উৎসবগুলো এই মন্দিরে পালন করা হয়।