সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৫

প্রতিনিধি: / ৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বিদেশ : রাশিয়া ইউক্রেনের খারকিভ এলাকার একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক শিশুসহ পাঁচ ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে।  সোমবার ওই এলাকার মেয়রের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছেন। ওই অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছেন, সকালে রাশিয়ার ড্রোন হামলায় ভবনের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভবনের তিন তলা পর্যন্ত আগুন লেগে গেছে। হামলায় এখন পর্যন্ত শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তিনি বলেন, রাশিয়া ওই ভবনে চারটি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার এক ভিডিও পোস্টে দেখা গেছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক বাসিন্দাকে বের করে আনার চেষ্টা করছে। এ সময় ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ইউক্রেনের প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, দেড় বছর বয়সী একটি মেয়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও হামলায় শিশুসহ কমপক্ষে আরো ১৮ জন আহত হয়েছেন। মেয়র ইগর তেরেখভ জানান, রাশিয়ার সীমান্তের কাছের শহরটিতেও কয়েক ঘণ্টা আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে ১১ জন আহত হন। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার জানান, রাশিয়া গতকাল সোমবার ভোরে দক্ষিণ ওডেসা অঞ্চলে ড্রোন হামলা চালায়। হামলার ফলে একটি জ্বালানি স্থাপনায় আগুন লেগে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররা সাড়ে তিন বছরের যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনার জন্য ওয়াশিংটনে আসার কথা, ঠিক তখন রাশিয়া এই হামলাগুলো চালায়। জেলেনস্কির মার্কিন রাজধানীতে আগমনের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে মুহূর্তের মধ্যেই যুদ্ধ বন্ধ করতে পারেন। তবে এজন্য ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের স্বপ্ন ত্যাগ করতে হবে। সূত্র : বাসস


এই বিভাগের আরো খবর