শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের সতর্কতা

প্রতিনিধি: / ৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া এবং ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার নিকটবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যা লঘুচাপকে আরও ঘনীভূত করতে পারে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় দেশের উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো ও দমকা হাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। বিশেষভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে এসে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, আগামী এক সপ্তাহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে কখনও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে, যা কৃষি, যোগাযোগ ও জনজীবনে প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা স্থানীয় মানুষদেরকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া পরিস্থিতি ও সরকারি নির্দেশনার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন।


এই বিভাগের আরো খবর