শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সীমানা পুনর্নির্ধারণে ইসিতে রেকর্ড আবেদন, জমা পড়েছে ১ হাজার ৭৬০ আবেদন

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটারসংখ্যায় ভারসাম্য আনার উদ্দেশ্যে নির্বাচন কমিশন গত ৩০ জুলাই সংসদীয় আসনের নতুন সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব রাখা হয়। একইসঙ্গে মোট ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়।

খসড়া প্রকাশের পর কমিশন ঘোষণা দিয়েছিল, যে কোনো দাবি বা আপত্তি ১০ আগস্টের মধ্যে জমা দিতে হবে। সেই আহ্বানে বিপুল সাড়া মেলে। রোববার (১৭ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মোট ১ হাজার ৭৬০টি আবেদন জমা পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জমা পড়া আবেদনগুলোর মধ্যে ৮৩টি আসনের সীমানা পরিবর্তনের দাবি তোলা হয়েছে। অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে কুমিল্লা অঞ্চল থেকে—৬৮৩টি। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে রংপুর অঞ্চল থেকে, মাত্র সাতটি। একক আসন হিসেবে কুমিল্লা–১ আসনে সবচেয়ে বেশি ৩৬২টি আবেদন জমা হয়েছে। পিরোজপুর–১, ২ ও ৩ আসন মিলিয়ে আবেদন পড়েছে ২৮৭টি এবং সিরাজগঞ্জ–৫ ও ৬ আসন থেকে এসেছে ২২০টি আবেদন। ঢাকার ভেতরেও সক্রিয় ছিল ভোটাররা। শুধু ঢাকা–১ আসনেই ৭৯টি আবেদন জমা পড়েছে।

খসড়ায় যেসব আসনের সীমানা পরিবর্তন প্রস্তাব করা হয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে—পঞ্চগড়–১ ও ২, রংপুর–৩, সিরাজগঞ্জ–১ ও ২, সাতক্ষীরা–৩ ও ৪, শরীয়তপুর–২ ও ৩, ঢাকা–২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর–১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ–৩, ৪ ও ৫, সিলেট–১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩, কুমিল্লা–১, ২, ১০ ও ১১, নোয়াখালী–১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম–৭ ও ৮ এবং বাগেরহাট–২ ও ৩।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুরে জনসংখ্যা ও ভোটারসংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় সেখানে একটি নতুন আসন যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অপরদিকে তুলনামূলক কম ভোটারসংখ্যার কারণে বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।

ইতিমধ্যে দাবি ও আপত্তির শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্র বলছে, জনমতের ভারসাম্য ও ন্যায্যতার ভিত্তিতে আসনগুলোর চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে।


এই বিভাগের আরো খবর