সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়া হয়েছে: বেইজিং

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিদেশ : দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোল-এর কাছে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়া হয়েছে।  বুধবার চীনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। কমপক্ষে ছয় বছরের মধ্যে এই প্রথমবারের মতো মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ এই অঞ্চলে প্রবেশ করে। কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল। এক বিবৃতিতে পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, ‘ইউএসএস হিগিন্স’ গতকাল বুধবার চীনা সরকারের অনুমোদন ছাড়াই জলসীমায় প্রবেশ করেছে। মার্কিন পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি ‘সর্বদা উচ্চ সতর্কতা’ বজায় রাখার কথাও জানিয়েছেন। মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর জানিয়েছে, ডেস্ট্রয়ারটি স্কারবোরো শোলের কাছে ‘নৌচলাচল অধিকার এবং স্বাধীনতা জোরদার করেছে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’ স্কারবোরো শোল কৌশলগত দক্ষিণ চীন সাগরে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক বাণিজ্যের (বার্ষিক) ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি এই জলপথ দিয়ে হয়ে থাকে। এর আগে ফিলিপাইন জানিয়েছিল, এই সপ্তাহে স্কারবোরো শোলে চীনা জাহাজের কর্মকাণ্ডের ফলে দুটি জাহাজের সংঘর্ষও ঘটেছে। চীনের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা ফিলিপাইনের জাহাজগুলোকে জলসীমা থেকে বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।


এই বিভাগের আরো খবর