 
						দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় সক্রিয় হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মামলা প্রত্যাহার করায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেন।
মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালতের বিচারক রোবায়েত ফেরদৌস বাদীর আবেদন মঞ্জুর করেন। পরদিন বুধবার (১৩ আগস্ট) জি এম কাদেরের আইনজীবী মনোয়ার হোসাইন আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ২ আগস্ট জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করেন। মামলাটি করা হয়েছিল গত ১০ জুলাই, যেখানে বাদী ছিলেন সদ্য অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ দলটির সাবেক শীর্ষ ১০ জন নেতা।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৯ সালের ১৮ জুলাই তৎকালীন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জি এম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। পরে ওই বছরের ২৮ ডিসেম্বর সম্মেলন ও কাউন্সিল করে তিনি নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন, যা মামলার বাদীরা অবৈধ বলে দাবি করেছিলেন। সাম্প্রতিক সময়ে ২০২৫ সালের ২৮ জুন প্রেসিডিয়াম সদস্যসহ ৭ জনকে এবং পরে আরও ৩ জনকে পদ থেকে অব্যাহতি দিয়ে দলের ওয়েবসাইট থেকেও তাদের নাম সরিয়ে দেওয়া হয়। এসব ঘটনার পরই আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
গত ৩০ জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম সেই আবেদন মঞ্জুর করেন এবং জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। তবে মামলা প্রত্যাহারের মাধ্যমে ওই নিষেধাজ্ঞা কার্যকর থাকার সময় শেষ হলো।