সানযিয়া অর্নি
তুমি আয়নার সামনে দাঁড়াও,
হয়তো চেহারায় হাসি আছে,
কিন্তু চোখের গভীরে কি শান্তি আছে?
গয়না, সাজ, আলো—সবই আছে হাতে,
তবুও কেন ভেতরে এক শূন্যতা লুকিয়ে রাখো রাতে?
তুমি যতই উচ্চতায় দাঁড়াও,
মাটির নিচের ফাঁক কি ঢেকে যাবে?
মনে কি সেই শক্তি আছে,
যা অন্যের আলো নিভিয়ে নিজের আলো জ্বালায় না?