সর্বশেষ :
মোরেলগঞ্জ মডেল একাডেমির আয়োজনে প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলছে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও: মন্ত্রণালয়ের কঠোর সতর্কবার্তা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫ নুরের জ্ঞান ফিরেছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙেছে মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি  ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ৩ দেশ ইরানের আগের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চায় চোর সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনি থাই প্রধানমন্ত্রী আদালতের রায়ে ক্ষমতা হারালেন পুলিশের গাড়িচাপায় তরুণের মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় তীব্র হয়েছে বিক্ষোভ
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অরল্যান্ডো সিটির কাছে এক হালি হজম করলো মেসির মায়ামি

প্রতিনিধি: / ২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। গত ৩ আগস্ট লিগস কাপে নেসাঙ্ার বিপক্ষে ম্যাচে পায়ের চোট পান আর্জেন্টাই সুপার স্টার। যে কারণে লিগস কাপে পুমাস ইউএমএম-এর পর গতকাল সোমবারের ম্যাচেও মাঠের বাইরে থাকতে হয় মেসিকে। কিন্তু দলের মূল তারকাকে ছাড়া খেলতে নেমে যেন ছন্নছাড়া ইন্টার মায়ামি। এমএলএসের মৌসুমের নিয়মিত খেলায় এদিন অরল্যান্ডো সিটির কাছে ৪-১ গোলে হেরে গেছে মেসিদের ক্লাব। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোরে দ্বিতীয় মিনিটে গোল করে অরল্যান্ডো সিটিকে এগিয়ে দেন লুইস মুরিয়েল। মাত্র ৩ মিনিট পর ইয়ানিক ব্রাইট ক্যারিয়ারের প্রথম গোল করে মায়ামিকে সমতায় ফেরান। ক্যারিয়ারের ৪০তম ম্যাচ খেলতে নেমে প্রথমবার সফলভাবে প্রতিপক্ষের জালে বল ফেলেন তিনি। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় মুরিয়েল চলতি মৌসুমে নিজের অষ্টম গোল করে অরল্যান্ডোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ৫৮ মিনিটে ওজেদা মৌসুমের ১৪তম গোল করে ব্যবধান ৩-১ করেন। ৮৮ মিনিটে মার্কো পাসালিচ গোল করে ব্যবধান ৪-১ করেন। এটি ছিল তার প্রথম মৌসুমে ১০ম গোল। অরল্যান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গাল্লেসে চারটি সেভ করেন। এর মধ্যে লুইস সুয়ারেজের দূরপাল্লার এক শট ক্রসবারের ওপর দিয়ে দারুণভাবে ঠেলে দেন তিনি। অপরদিকে ইন্টার মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি আটটি শট রুখে দেন। এই জয়ের ফলে অরল্যান্ডো সিটি ইস্টার্ন কনফারেন্সের টেবিলে চতুর্থ স্থানে উঠে আসে। কোচ অস্কার পারেজা এখন সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে। অন্যদিকে মায়ামি টেবিলের ষষ্ঠ স্থানে আছে। তবে শীর্ষ চারের তুলনায় তাদের হাতে তিনটি এবং পঞ্চম স্থানে থাকা কলম্বাস ক্রুর চেয়ে দুটি ম্যাচ হাতে রয়েছে। ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, আজ কোনো অজুহাত নেই। ফুটবল হলো কৌশল, সংগঠন, প্রতিভা। কিন্তু একে একে মুখোমুখি পরিস্থিতিতে তারা ভালো ছিল। আর জয়ের জন্য যে ক্ষুধা ও ইচ্ছা দরকার, আজ তা আমাদের ছিল না। আমরা আজ তা দেখাতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে, এটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। কারণ ফুটবলে আপনি হেরে যেতে পারেন। কিন্তু যে তীব্রতা দরকার ছিল, আমরা তা দেখাতে পারিনি।

 


এই বিভাগের আরো খবর