সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পথে রওনা হন।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সম্পদ ব্যবহার, কৃষি খাতে বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে। বিশেষভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরে খাজানার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা সহযোগিতা, গভীর সমুদ্রে মাছ ধরার বিনিয়োগ আহ্বান, প্রোটন হোল্ডিংসের সঙ্গে ইলেকট্রিক যানবাহন উৎপাদন সম্ভাবনা এবং মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এক্সিয়াটার প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে। প্রোটন হোল্ডিংস ইতোমধ্যেই ইলেকট্রিক যানবাহনে ব্যাপক বিনিয়োগ করছে, যা বাংলাদেশেও উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে আলোচনার অংশ হবে।

এ সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। এছাড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে, যেখানে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা নিরসন নিয়ে আলোচনা হবে।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সফরে বেশ কয়েকটি ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য রাখবেন। আলোচনায় শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রেও অগ্রগতির বিষয়টি গুরুত্ব পাবে। শ্রমবাজারের সিন্ডিকেট সমস্যার বিষয়ে শফিকুল আলম বলেন, এটি একটি কাঠামোগত ইস্যু এবং সরকার এ নিয়ে কাজ করছে।

মালয়েশিয়ায় কিছু বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে মানি লন্ডারিং ও মানবপাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টাই সুনির্দিষ্ট তথ্য দিতে পারবেন। এছাড়া দুই দেশের পুলিশের মধ্যে তথ্য যাচাই-বাছাই ও দ্রুত শেয়ারিংয়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে, যা নিরাপত্তা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছরের অক্টোবরে ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন। এবার এই সফরে উভয় দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর