মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

রিপন মাহমুদ, পিরোজপুর : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান
তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা,
নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত পিরোজপুরের সাংবাদিক সমাজ এর আয়োজনে
শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে পিরোজপুর প্রেসক্লাব
সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম এর
সভাপতিত্বে প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,
ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, যুগান্তর প্রতিনিধি এস
এম পারভেজ, সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল
আহসান, সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, এশিয়ান এইজ প্রতিনিধি
হাসান মামুন, আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ইনকিলাব প্রতিনিধি ওয়াহিদ
হাসান বাবু, ভোরের পাতা প্রতিনিধি নাসির উদ্দিন, জিটিভি প্রতিনিধি নাঈম
তালুকদার, জিয়ানগর উপজেলা উপজেলা প্রেসক্লার সভাপতি প্রেসক্লাব সভাপতি ও নয়া
দিগন্ত প্রতিনিধি নাসির উদ্দিন, সংবাদ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম
সোহেলসহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং
হত্যাকারিদের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের
স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু
তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর