জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হিসেবে অন্তর্ভুক্ত আট ব্যক্তির নাম সরকারি গেজেট থেকে বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার, ৬ জুলাই ২০২৫ (বাংলাদেশ সময় অনুযায়ী তা ছিল রোববার), গেজেট অধিশাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সংশোধিত তালিকা প্রকাশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর (খ) ধারা এবং সরকারের কার্যবিধি অনুসরণ করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশোধিত গেজেট অনুযায়ী, পূর্ববর্তী শহিদ তালিকা থেকে মোট আটজনের নাম বাতিল করা হয়েছে।
নাম বাতিল হওয়া ব্যক্তিরা হলেন—
টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর: ২২৯)
ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর: ২২৪)
নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর: ৩৭৫)
ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর: ৬১১)
ঢাকা সাভারের মো. রনি (গেজেট নম্বর: ৭৬৬)
নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর: ৮১৮)
পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর: ৮২৩)
শরীয়তপুরের বাধন (গেজেট নম্বর: ৮৩৬)
এই সিদ্ধান্তের পেছনে বিস্তারিত কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা না হলেও, এটি সরকারের শহিদ যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে গণ্য হচ্ছে। সংশোধিত গেজেট প্রকাশের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সম্পর্কিত শহিদ তালিকা অধিকতর নির্ভুল ও দায়িত্বশীলভাবে পরিচালনার ইঙ্গিত দিচ্ছে সংশ্লিষ্ট মহল।