আমি ঝড় না, হালকা হাওয়া,
চুপচাপ থাকি, তবু ভালোবাসা ভরা।
সব সময় বলি না কিছু,
তবু মনের ভেতর থাকে অনেক কথা।
আমি হাসি, কাঁদি না চোখে,
তবু মনটা কাঁদে চুপিচুপি।
সবার পাশে থাকতে চাই,
নিজের কথাগুলো রাখি লুকিয়ে।
আমি চাই না বেশি কিছু,
শুধু একটু বুঝে নিক কেউ।
ভালোবাসা দেই মন খুলে,
তবু সবার কাছে থাকি চুপচাপে।
আমি এমনই, বদলাই না,
নরম মন, শক্ত ইচ্ছে।
যারা সত্যি দেখে মন দিয়ে,
তারা বুঝবে—আমার ভেতর কত আলো।