শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বিদেশ : চিলিতে ভূমিকম্পের কারণে একটি তামার খনি ধসে পড়ায় একজন শ্রমিকের মৃত্যু এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। এছাড়াও এতে নয় জন আহত হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন খনি কোম্পানি কোডেলকোর বরাত দিয়ে সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। কোম্পানিটি জানায়, ভূমিকম্পের সময় বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনি ‘এল তেনিয়েন্তে’তে কাজ করছিলেন শ্রমিকরা। স্থানীয় সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কোডেলকোর এক বিবৃতিতে জানানো হয়, ‘আজ বিকেলে আমাদের সহকর্মী পাওলো মারিন তাপিয়া মারা গেছেন।’ এ ঘটনায় আরও নয় জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। কোডেলকোর প্রেসিডেন্ট ম্যাক্সিমো পাচেকো স্থানীয় এক রেডিওকে বলেন, ‘উদ্ধারকারী দল ধসে পড়া জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। ইতোমধ্যে তারা কিছু শ্রমিকের কাছে পৌঁছেছে।’ বিশ্বের সবচেয়ে বড় তামার উৎপাদক দেশ চিলি। বৈশ্বিক চাহিদার প্রায় এক চতুর্থাংশই আসে এই দেশটি থেকে। বিদ্যুতের তার, মোটর ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে তামা ব্যবহার করা হয়।


এই বিভাগের আরো খবর